Up next

২০০২ সালে ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা

0 Views· 03/09/25
acbizglobal
acbizglobal
6 Subscribers
6

ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার ১১ বছর পূর্তি আজ। জেএমবি জঙ্গিদের সিরিজ বোমা হামলায় সেদিন শিশু ও মহিলাসহ ১৮ জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক। কিন্তু ঘটনার এক দশক পরও শেষ হয়নি আলোচিত এ বোমা হামলার বিচার কাজ। অথচ ৬ বছর আগেই আদালতে অভিযোগ পত্র জমা দেয়া হয়। <br />৭ ডিসেম্বর, ২০০২। শহরের ৪টি প্রেক্ষাগৃহ অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তায় চলছে সন্ধ্যার প্রদর্শনী। ছবিতে মগ্ন দর্শকদের হতভম্ব করে দিয়ে সামান্য সময়ের ব্যবধানে চারটি সিনেমা হলে বোমা হামলা চালায় জেএমবি’র জঙ্গীরা। <br />বর্বর সে হামলায় মারা যায় শিশু ও মহিলাসহ ১৮ জন। আহত হয় অর্ধশতাধিক। <br />ঘটনার প্রায় পাঁচ বছর পর ২০০৭ সালের ৮ অক্টোবর বোমা হামলার সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। <br />১১ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ শুরু না হওয়ায় হতাশ বোমা হামলায় ক্ষতিগ্রস্তরা। <br />প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে হতাহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমান।

Show more

 0 Comments sort   Sort By


Up next